দেড় শতাধিক শীতার্তের মুখে হাসি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেড় শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে গণস্বাস্থ্য কেন্দ্র ও বন্ধু-স্বজন সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বন্ধু-স্বজন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী শরিফুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম খান, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক কবির হোসেন ও বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাব্বত খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং সামাজিক সংগঠন বন্ধু-স্বজন এই শীতে মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। সমাজের সকল বিত্তবানদের উচিত দুঃস্থদের পাশে দাঁড়ানো।
আজিজুল সঞ্চয়/এসএমএম/এমএস