নিখোঁজের ৬ ঘণ্টা পর নদীতে পাওয়া গেল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০২ জানুয়ারি ২০২১

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় মধুমতির বীলরুট ক্যানেল নদীতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে।

শনিবার (২ জানুয়ারি) দুপুর ১টায় সাতপাড় পুরাতন ফেরিঘাট নদীতে গোসল করতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হন শান্ত বিশ্বাস (১৮)। নিহত শান্ত কাশিয়ানি উপজেলার ভাদুলিয়া গ্রামের সুখেন বিশ্বাসের ছেলে। পেশায় একজন রেস্টুরেন্ট শ্রমিক।

নিখোঁজ শান্ত বিশ্বাসের জেঠি মনিকা বিশ্বাস বলেন, শান্ত বিশ্বাসের মৃগীরোগ ছিল। অনেক আগে শান্তর বাবা-মা আলাদা হয়ে যায়। এ কারণে সে আমাদের কাছে বড় হয়েছে। পরিবারে সমস্যার কারণে সে এক সপ্তাহ আগে সাতপাড়ে রাহুল বিশ্বাসের রেস্টুরেন্টে কাজ করতে আসে।

এ বিষয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, আজ দুপুর ১টায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শান্ত বিশ্বাস। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সুকান্ত সরকার/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।