ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিৎলা গ্রামের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন চিৎলা গ্রামের নতুনপাড়ার জিয়ার আলির ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফ বেলা ১১টার দিকে মাদরাসায় যাওয়ার উদ্দেশে বের হয়। এসময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড়ে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আলিফ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করে থানায় নেয়া হয়েছে। নিহত আলিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।