গোপালগঞ্জসহ ৩ জেলায় বন্ধ বিদ্যুৎ সংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২১

গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর ও নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ নানা কারণে বন্ধ রয়েছে গোপালগঞ্জসহ পাশের দুইটি জেলার (খুলনা ও বাগেরহাটের বেশ কিছু এলাকা) বিদ্যুৎ সংযোগ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এছাড়া শনিবারেও (৯ জানুয়ারি) সংযোগ বন্ধ রাখা হবে।

বুধবার (৬ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়ে বিদ্যুৎ বন্ধ রাখার কথা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।

এ কারণে শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই কারণে শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোপালগঞ্জসহ বাগেরহাট জেলার মোল্লাহাট ও খুলনা জেলার তেরখাদা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

এদিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় কিছুটা ক্ষতির মধ্যে পড়েছে বিদ্যুতের ওপর নির্ভরশীল ছোট ছোট প্রতিষ্ঠানগুলো। এছাড়া বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সুকান্ত সরকার/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।