নড়াইলে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৯ জানুয়ারি ২০২১

নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রাম থেকে বিরল প্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে নড়াগাতি থানা ও নড়াইল জেলা ডিবি পুলিশের একটি দল।

শুক্রবার (৮ জানুয়ারি) এ ঘটনায় নড়াগাতি থানায় ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং দুপুরে তক্ষকসহ উক্ত আসামিকে আদালত পাঠানো হয়।

আটক মোস্তফা শেখ পুটিমারি গ্রামের মোমরেজ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে নড়াইল জেলা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিস এবং নড়াগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে নড়াগাতির পুটিমারি গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

হাফিজুল নিলু/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।