ইসির পদত্যাগ দাবিতে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১১ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

jagonews24

পুলিশি বাধায় সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু প্রমুখ।

পরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করা হয়। মাজার জিয়ারত শেষে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর পক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।