শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২১

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সহিংসতায় কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন এবং বর্তমান ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেনের ভাই লিয়াকত হোসেনের মৃত্যুতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান।

তিনি জানান, গত রাতে সহিংসতায় এই ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীসহ দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে নানা বিষয় বিবেচনা করে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আগামীতে তফসিল ঘোষণা করে ভোট নেয়া হবে।

আগামী ১৬ জানুয়ারি শৈলকুপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।