কে হচ্ছেন বসুরহাটের মেয়র?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

রাত পোহালেই অনুষ্ঠিত হবে দেশব্যাপী আলোচনার কেন্দ্রে থাকা নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচন ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামীকালের নির্বাচনে নৌাকা প্রতীকে মেয়র পদে লড়ছেন আবদুল কাদের মির্জা, ধানের শীষে কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াতের মোশারফ হোসেন। এছাড়া ২৫ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন সাতজন।

ইভিএম পদ্ধতিতে নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে নির্বাচনী সকল সামগ্রী পৌঁছানোর কাজ শেষ হয়েছে। এর আগে সকাল ১১ টায় ভোটের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বসুরহাট মুজিব সরকারি কলেজ মাঠে ব্রিফিং দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বসুরহাট পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সকল প্রকার প্রস্তুুতি নেয়া হয়েছে। কঠিন ও কঠোরভাবে ভোটের মাঠে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এতে কোনো ব্যত্যয় ঘটবে না।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার রবিউল আলম বলেন, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের সঙ্গে মাঠে থাকবে আনসারের ৪০০ সদস্য। এছাড়া বিজিবি চার প্লাটুন, তিনটি র‌্যাবের টিম, পুলিশের মোবাইল টিম নয়টি, স্ট্রাইকিং টিম দুইটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন একজন।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১১৫ জন। এর মাঝে নারী ভোটার ১০ হাজার ৪৯৪, পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন।

মিজানুর রহমান/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।