নাটোরের তিন পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা এবং গোপালপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন পুলিশ ,র্যাব ও বিজিবি সদস্যরা। সক্রিয় আছেন ভ্রাম্যমাণ আদালতও।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর পৌর এলাকায় থানার সামনে (গুরুদাসপুর দাখিল মাদরাসা এবং গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঝখানে) আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা এবং বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লবের সমর্থকদের উত্তেজনা দেখা দিলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোরে তিনটি পৌরসভায় ১৩ জন মেয়র এবং কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেজাউল করিম রেজা/এসএস/এমকেএইচ