চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন দুলাল
দিনাজপুর পৌরসভা নির্বাচনে উপশহর ৯নং ওয়ার্ডে চতুর্থ বারের মতো সর্বচ্চো ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল। তিনি ‘উটপাখি’ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৭ ভোট।
দিনাজপুর পৌরসভায় নির্বাচিত কোনো কাউন্সিলর প্রার্থী এত ভোট পাননি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম রফিক ‘পানির বতল’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৪৫ ভোট। অপর প্রার্থী মো. ইদি আমিন ভুঁঞা ফ্রান্সিস ‘পাঞ্জাবি’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট।
এই ওয়ার্ডে ১৭ হাজার ৯৫১ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪৩টি।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এফএ/এমকেএইচ