চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন দুলাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৭ জানুয়ারি ২০২১

দিনাজপুর পৌরসভা নির্বাচনে উপশহর ৯নং ওয়ার্ডে চতুর্থ বারের মতো সর্বচ্চো ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল। তিনি ‘উটপাখি’ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৭ ভোট।

দিনাজপুর পৌরসভায় নির্বাচিত কোনো কাউন্সিলর প্রার্থী এত ভোট পাননি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম রফিক ‘পানির বতল’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৪৫ ভোট। অপর প্রার্থী মো. ইদি আমিন ভুঁঞা ফ্রান্সিস ‘পাঞ্জাবি’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট।

এই ওয়ার্ডে ১৭ হাজার ৯৫১ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪৩টি।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।