১৬ কেজি গাঁজাসহ ৩টি ভারতীয় গরু জব্দ, গ্রেফতার-৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২১

জয়পুরহাটে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে ১৫ কেজি ৮২৫ গ্রাম কেজি গাঁজা ও তিনটি ভারতীয় গরু জব্দ করা ছাড়াও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ভোরে এ অভিযান করা হয় বলে জানায় র‍্যাব-৫।

র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে জয়পুরহাটের কালাই উপজেলা শহরের পাঁচশিরা এলাকা পাঁচ কেজি ৮২৫ গ্রাম অভিযান গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

১৬ কেজি গাঁজাসহ ৩টি ভারতীয় গরু জব্দ, গ্রেফতার-৩

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাকবাড় (হরিনাথপুর) গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সুজন মিয়া (৪০), একই গ্রামেরআব্দুল সামাদের ছেলে ইয়াকুব আলী (২৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬)।

দুপুরে আসামিদের বিরুদ্ধে মামলা করে কালাই থানায় সোপর্দ করা হয়েছে।

jagonews24

এদিকে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো জানান, প্রায় একই সময়ে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী হাটখোলা ও ভাইগড় এলাকা থেকে তিনটি ভারতীয় গরু ১০ কেজি গাঁজা আটক করা হয়।

অধিনায়কদ্বয় দুপুরে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, মাদক ও চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে গাঁজা ও গরুগুলো বাংলাদেশে নিয়ে আসলে সেগুলো আটক করা হয়।

রাশেদুজ্জামান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।