মানিকগঞ্জে ঘনকুয়াশায় বাস উল্টে আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:২২ এএম, ১৮ জানুয়ারি ২০২১

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায় সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। পুকুরিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ দুর্ঘটনায় গুরুতর আহত ৭ জনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘনকুয়াশার মধ্যে চলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে রোববার মধ্যরাত থেকে ঘনকুয়াশার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে।

বি.এম খোরশেদ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।