অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ল বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২১

ঘনকুয়াশার মধ্যে চলতে গিয়ে মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙলবার (১৯ জানুয়ারি) ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নামের শাহ আলম (৩৩)। তার বাড়ি সিংগাইর পৌর এলাকায়।

jagonews24

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলার হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল।

কিটিংচর এলাকায় ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শাহ আলম মারা যান।

আহত হন অটোরিকশায় থাকা স্থানীয় কয়েজন মাছ ব্যবসায়ী। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে গভীর খাদে পরে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

বি.এম খোরশেদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।