মানিকগঞ্জে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

মানিকগঞ্জের সিংগাইরে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে নিডস সার্ভিসেস লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। পরে ৫টার দিকে মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার দুটি সেডসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে ফাক্টরি কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বি.এম খোরশেদ/এএইচ/জিকেএস