লক্ষ্মীছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২১

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ১৭০০ কেজি গাঁজাসহ শান্তু চাকমা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকের আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলার ইন্দ্রসিং পাড়ার বানরকাটা এলাকায় থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জব্দকৃত গাঁজা ধংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি ইন্দ্রসিংপাড়া সেনাক্যাম্প সংলগ্ন স্থানে অভিযান চালায় সেনাবাহিনী ও র‌্যাবের একটি দল। অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ বস্তা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও ৫০০ কেজি গাঁজাসহ প্রায় ১৭০০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় শান্তু চাকমা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান শেষে ফেরার পথে আরও প্রায় ৩০ শতক জমিতে চাষ করা গাঁজার ক্ষেত ধংস করে যৌথবাহিনী।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, এ ঘটনায় শান্তু চাকমাসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।