জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে বোন খুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২১ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় বোনকে হত্যা করেছেন ছোট ভাই।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত সুলতানা আক্তারের (৩০) ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ।

পুলিশ জানায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই বোনের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই শফিকুল ইসলাম তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকেন। পরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ভাইকে গ্রেফতার করা হয়েছে।

এস এম এরশাদ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।