মাদকসহ স্বামী-স্ত্রী পুলিশের হাতে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২১ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জে মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছেন স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সলঙ্গা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি নৈশকোচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মকুল হোসেন (৩৫) ও তার স্ত্রী চামেলি খাতুন (৩২) জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় একতা পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা-মেট্রো-ব-৬২৩৯) তল্লাশি চালিয়ে ৭৭টি ফেনসিডিলসহ মকবুল হোসেন ও তার স্ত্রী চামেলি খাতুনকে আটক করা হয়। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের নামে থানায় মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।