ট্রাকচাপায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২২ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া হাট বাইপাস নামক স্থানে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়া আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের করটিয়ার এলাকায় পৌঁছলে চাকা ফেঁটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি আসবাবপত্রবোঝাই মিনিট্রাকের সাথে ওই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিট্রাকে থাকা শিশুসহ দুইজন নিহত এবং চালক আহত হন। পরে খবর পেয়ে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে এক কন্যা শিশু ও পুরুষ রয়েছে। নিহত ওই মেয়ে শিশুর বয়স আনুমানিক আট থেকে ১০ বছর হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অপর চালক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।