বাজারে আর যাওয়া হলো না সুভাসের

বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলেন সুভাস চন্দ্রনাথ। কিন্তু বাজারে পৌঁছার আগেই দুই মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সুভাস।
শনিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে দীঘিনালার রশিক নগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুভাস চন্দ্রনাথ রশিক নগর এলাকার মৃত হিরেন্দ্র চন্দ্রনাথের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রশিক নগর এলাকা হতে বোয়ালখালীগামী মাহিন্দ্রের সাথে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাহিন্দ্রর যাত্রী সুভাষ চন্দ্রনাথ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমএস