শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ৭ জানুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামে কৌশলে ৭ম শ্রেণির এক ছাত্রীর (১৪) ঘরে ঢোকে শিপন মিয়া। অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে ধর্ষণ করে শিপন। এ ঘটনা জানার পর গত ৮ জানুয়ারি ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে হবিগঞ্জ আদালতে মামলা করেন।

শনিবার (২৩ জানুয়ারি) আদালত থেকে শায়েস্তাগঞ্জ থানায় শিপন মিয়ার নামে ওয়ারেন্ট আসে। এরই প্রেক্ষিতে রোববার উপপরিদর্শক নজরুল ইসলাম, মো. জসিম উদ্দিন ও এএসআই বিধান রায়সহ একদল পুলিশ শিপনকে গ্রেফতার করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশনা পেয়ে আমরা আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।’

কামরুজ্জামান আল রিয়াদ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।