হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

ভারতে সরকারী ছুটি থাকায় হিলি বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারী ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দর অভ্যন্তরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি রয়েছে। সে কারণে হিলি বন্দরে কোনো আমদানি-রফতানি হবে না। তবে বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক জানান, ভারতে সরকারী ছুটি থাকায় দুই দেশের মধ্যে আজ আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।