আসামি ধরতে গিয়ে হারালেন গুলিভর্তি ম্যাগাজিন, এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

লালমনিরহাট সদর থানায় আসামি ধরতে গিয়ে গুলিভর্তি ম্যাগাজিন ‘হারিয়ে’ ফেলায় উপপরিদর্শক বাদশাকে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে সদর থানার এসআই খালেকুজ্জামান বাদশাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, সোমবার রাতে ওয়ারেন্ট ছাড়া শহরের কলেজ বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করতে যান বাদশা। উঠিয়ে নিয়ে আসার সময় ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে থাকা আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, ম্যাগাজিন হারানোর বিষয়ে বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ম্যাগাজিন উদ্ধারে চেষ্টা চলছে।

মো. রবিউল হাসান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।