মেহেরপুরে পৌঁছাল ১২ হাজার ডোজ টিকা
মেহেরপুরে ১২ হাজার ডোজ করোনাভাইরাস টিকা পৌঁছেছে। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীনের কাছে টিকাগুলো হস্তান্তর করেন।
বেক্সিমকো ফার্মার কর্মকর্তা কামরুল আহসান বলেন, ভারত থেকে টিকা আনার পর থেকেই নির্দিষ্ট তাপমাত্রায় এগুলো সংরক্ষণ করা হচ্ছে। সেই কোল্ড চেইন মেইনটেইন করেই ঢাকা থেকে বিশেষ ভ্যানে টিকাগুলো মেহেরপুরে পৌঁছে দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, ‘আমরা টিকাগুলো বুঝে পেয়েছি। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি টিকা প্রদানের প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী টিকাদান শুরু করা হবে।
তিনি আরও বলেন, টিকা কার্যক্রম সুরক্ষা অ্যাপের মাধ্যমে চলবে। এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এএএইচ/জেআইএম