গোপালগঞ্জে পৌঁছাল টিকা, প্রথম ধাপে পাবে ৩৬ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

গোপালগঞ্জে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) ৩৬ হাজার ডোজ করোনাভাইরাস টিকা পৌঁছেছে। প্রথম ধাপে জেলায় করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা প্রদান করা হবে।

গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান জানান, টিকা গ্রহণকারী কমিটির সদস্য, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, ঔষুধ প্রশাসনের কর্মকর্তা ও জেলা ইপিআই কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে টিকা গ্রহণ করা হয়। পরবর্তীতে সেগুলো গোপালগঞ্জ ইপিআই সেন্টারে টিকাগুলো সংরক্ষণ করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘আমরা এখন টিকা গ্রহণে আগ্রীদের তালিকা তৈরির কাজ করছি। তালিকায় করোনা মোকাবিলয়া ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সে অনুযায়ী— প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে। পরে পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা টিকা পাবেন। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকাদান কেন্দ্র স্থাপন করার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলার প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন টিকা প্রদান কর্মী ও চারজন স্বেচ্ছাসেবক নিয়ে টিম গঠন করা হয়েছে।

সুকান্ত সরকার/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।