কেন্দ্র দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলের ভুঞাপুর পৌর নির্বাচনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুরের দিকে ওই কেন্দ্রে নৌকার স্লোগান দিয়ে একদল মানুষ কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকে।

টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ টি এম সামসুজ্জামান বলেন, একদল লোক নৌকার মিছিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পর তারা পালিয়ে যায়। এসময় কিছু নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া গেছে। তবে কি পরিমাণ ব্যালটে জাল সিল মারা হয়েছে সে তথ্য বলেননি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বলেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।

আরিফ-উর-রহমান টগর/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।