কটিয়াদী পৌরসভার মেয়র হলেন আ.লীগের শওকত উসমান
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শওকত উসমান শুক্কুর আলী। তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন দিলীপ। তিনি পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
এর আগে পৌরসভার ১৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ।
নূর মোহাম্মদ/এসআর/জিকেএস