সখীপুরে হ্যাটট্রিক মেয়র হলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট। ২৮৯ ভোটের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। ভোটাররা ব্যালটের মাধ্যমে আমার কর্মের মূল্যায়ণ করেছেন। তৃতীয় মেয়াদেও আমি পৌরবাসীর স্বপ্নপূরণে কাজ করব।’

আরিফুর রহমান টগর/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।