পরাজিত প্রার্থীর অনুসারীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ আহত
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের আম্মাতুন্নেছা কিন্ডার গার্টেন স্কুল কেন্দ্রে পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। এতে মির্জাপুর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সন্ধ্যা সাতটার দিকে ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা সওদাগর পাড়ার চার রাস্তার মোড়ে রাস্তায় গাছ ফেলে বাধা সৃষ্টি করে। পুলিশ গাছ সরাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, উপপরিদর্শক (এসআই) আজিম খান, গাড়ি চালক কনস্টেবল হেলাল মিয়া, কনস্টেবল মাহমুদুল ও মোশারফ হোসেন আহত হন।
এদের মধ্যে কনস্টেবল মোশারফের পা ভেঙে গেছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় হামলাকারীরা ওসির গাড়িও ভাঙচুর করে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্যরা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হামলাকারীদের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। হামলাকারীদের শনাক্তও করতে পারেনি পুলিশ।
মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, হামলাকারীরা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করেছে। হামলাকারীদের শনাক্ত করা যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এম এরশাদ/এমএইচআর/এমকেএইচ