মধুপুরে মেয়র হলেন আ.লীগের সিদ্দিক খান
টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিক হোসেন খান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুল লতিফ পান্না পেয়েছেন এক হাজার ৬৫১ ভোট।
এর আগে দুপুরে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিএনপির প্রার্থী আব্দুল লতিফ পান্না ভোট বর্জনের ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ১৫টি কেন্দ্রে নৌকা প্রতীকের পোলিং এজেন্টরা সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছেন। কোথাও কোথাও তাদের সামনে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচন বাতিল করে তিনি পুনঃনির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নয়টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রে ৪১ হাজার ৬০০ জন ভোটারের মধ্যে ২৭ হজার ৬৪৩ জন ভোটার ভোট দেন। শতকরা ভোট পড়েছে ৬৭ ভাগ।
আরিফ উর রহমান টগর/এএএইচ/এমকেএইচ