টয়লেটে ফেলে তিন মাসের সন্তানকে হত্যা করল মা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৫৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাড়ে তিন মাস বয়সী নুর হাওয়া নামের এক শিশুকে তার মা ঘুমন্ত অবস্থায় টয়লেটে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর মা তানজিলা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম নুর ইসলাম।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে শিশুর মা তানজিলা বেগম টয়লেটে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহিল জামান জানান, শিশুর মা তানজিলা বেগম জানিয়েছেন শনিবার রাতে তার সন্তান নুর হাওয়া ঘুমিয়ে ছিল। সেসময় কোলে নিয়ে তাকে বাড়ির টয়লেটে ফেলে দেয়। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে ওই শিশুর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, ‘হত্যার দায় স্বীকার করলেও কী কারণে নিজের সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তা জানায়নি তানজিলা বেগম। রহস্য উদঘাটনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

জাহিদ খন্দকার/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।