বন্যশূকরের আক্রমণ থেকে বেঁচে ফিরল চিত্রা হরিণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের সেকশন থেকে আহতাবস্থায় একটি চিত্রা হরিণকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভাড়াউরা চা বাগান থেকে আহত হরিণটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগানের সেকশনে প্রথমে আহতাবস্থায় হরিণটি পড়ে থাকতে দেখেন কয়েকজন চা শ্রমিক। পরে তারা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া আহত হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো গাইড সাজু মারছিয়াং জানান, এ হরিণটি লাউয়াছড়ার হরিণ নয়। এটি কোনো রিসোর্টের হরিণ। ওই রিসোর্ট থেকে হরিণটি পালিয়ে আসতে পারে।

শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটি কোনো প্রাণী আক্রমণ করেছে। হরিণের ক্ষতস্থানে বন্যশূকরের দাঁতের চিহ্ন পাওয়া গেছে। তার ধারণা, চিত্রা হরিণটি বন্যশূকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা শহীদুল ইসলাম উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, আহত হরিণটি আপাতত লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হবে। সুস্থ হলে হরিণটি ছেড়ে দেয়া হবে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।