সেতু পার হতে গিয়ে ট্রেন দেখে ঝাঁপ, তবুও হলো না শেষ রক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে বাঁচতে রেল সেতু থেকে ঝাঁপ দিয়ে বেলায়েত হোসেন দুলাল (৩৫) নামের এক ইন্স্যুরেন্স কোম্পানি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের ভাদুঘর অ্যান্ডারসন খাল (কুরুলিয়া খাল) রেল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বেলায়েত হোসেন দুলাল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের বাসুদেবপুরের হাবিবুর রহমানের ছেলে। তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস সেল ইনচার্জ ছিলেন ও জেলা শহরের সরকার পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলায়েত হোসেন দুলাল পৌর এলাকার ভাদুঘর থেকে রেললাইন দিয়ে হেঁটে জেলা শহরের দিকে আসছিলেন। ভাদুঘর থেকে রেলপথে যেতে অ্যান্ডারসন খাল সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন তার কাছাকাছি এসে পড়ে। এসময় তিনি সেতুর মাঝের পিলার বরাবর ঝাঁপ দেন। ফলে বেলায়েত হোসেন দুলালের দুই পা ভেঙে যায় ও মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসএমএম/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।