স্বামী হত্যায় পলাতক স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনমজুর স্বামী হত্যার অভিযোগে পলাতক স্ত্রী রেনু বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনমাস আগে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁও আমিনপুর গ্রামে দিনমজুর আলেক মিয়া বিয়ে করেন রেনু বেগমকে। এরপর থেকে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ির পূর্বদিকে একটি ঘরে বসবাস শুরু করেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রতিদিনের মতো আলেক মিয়া দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা গড়িয়ে গেলেও আলেক মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী রেনু বেগম দরজা খুলছেন না দেখে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানায় আলেক মিয়ার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রেনু বেগম পলাতক ছিলেন।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিহত দিনমজুরের দ্বিতীয় স্ত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।