একই রশিতে ঝুলছিলেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় একই রশিতে ফতেমা খাতুন ও করিম পাড় নামের দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া পৌরসদরের শ্রীপতিপুর গ্রামের কলাগাছি মোড় সংলগ্ন এলাকায় একটি আম গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফতেমা কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের হাছানের স্ত্রী। আর করিমের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার ধুমঘগ্রামে।

স্থানীয়রা জানান, সকালে গাছের সঙ্গে মৃতদেহ দুটি ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হলে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তাদের ধারণা পরকীয়া বা অন্য কোনো ঘটনায় তাদের দুজনকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

কলারোয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।