করোনার টিকা নিলেন এমপি রমেশ চন্দ্র সেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

ঠাকুরগাঁওয়ে প্রথমদিনে করোনাভাইরাসের টিকা নিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) আধুনিক সদর হাসপাতালে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি প্রথম টিকা গ্রহণ করেন।

এসময় এমপির স্ত্রী অঞ্জলী রানী সেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা. মাহাফুজুর রহমান সরকার, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখর কুমার রায়, সদর উপজেলা নিবাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় এমপি রমেশ চন্দ্র সেন বলেন, অনেক বড় বড় দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন। এতে অনেকে আতংকে রয়েছেন। আমি আজ প্রথমে নিজেই এই ভ্যাকসিন নিয়েছি। যার কারণ হলো সাধারণ জনগণ বুঝে উঠুক যে করোনার ভ্যাকসিন নিয়ে যা গুজব উঠছে তা সত্য নয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় টিকা নিতে মোট রেজিস্ট্রেশন হয়েছে ৩ হাজার ২১৫ জনের। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৬৩ জন, বালীয়াডাঙ্গীতে ৭১০ জন, পীরগঞ্জে৩৮৫ জন, রানীশংকৈলে ৩২৬ জন ও হরিপুরে ২২১ জন।

এর মধ্যে ৫৪৮ জনকে এসএমএস দেয়া হয়েছে। প্রথম দিনে সদরে ১৫০জন, রানীশকৈলে ১৯০ জন, পীরগঞ্জে ৮৩, বালিয়াডাঙ্গীতে ৭০জন এবং হরিপুরে ৫৫ জনকে টিকা প্রদান করা হবে।

তানভীর হাসান তানু/ আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।