সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করার তিন বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারাখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।

jagonews24

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, আব্দুল হাই প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধংস করে আজকে এই সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। এ সরকারের ওপর বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস সর্মথন নাই’।

লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।