ব্রাহ্মণবাড়িয়ায় থুথু ফেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:০৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১
নিহত রুহেলের স্বজনদের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘরের সামনে থুথু ফেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের হাতে রুহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন খন্দকার বলেন, ‘মোগলটুলা গ্রামের রুহেল ফেরিওয়ালার ব্যবসা করতেন। তার সাথে একই বাড়িতে বসবাস করা আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুথু ফেলে। এ নিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের বাগবিতণ্ডা হয়।’

তিনি আরও বলেন, সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুজন সকালের বিষয় নিয়ে পুনরায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুহেলকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে বলে জানান এসআই।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।