রোগীর মৃত্যু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্বজনদের তাণ্ডব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলের বাবুল মিয়ার ছেলে আলভী এলাহী বুধবার আখাউড়ার টানমান্দাইলে তার নিকট আত্মীয়ের বাড়িতে চেহলামে যায়। সেখানে দোতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ পর আলভী মারা যান।

jagonews24

আলভী মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে জরুরি বিভাগে হামলা করেন। জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষের কাচঘেরা বেষ্টনী ভেঙে ফেলেন। প্রাণে রক্ষা পান জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুছা চৌধুরী। পরে পুলিশ এসে জরুরি বিভাগের গেট বন্ধ করে বিক্ষুব্ধদের আটকে দেন।

জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুছা চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ওই রোগী আসার পরই তার স্বজনদের জানানো হয়, তার অবস্থা আশঙ্কাজনক। রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়, রোগীর লিগ্যাল কোনো অভিভাবক এখানে নেই। পর চিকিৎসা দিতে সার্জারি বিভাগে পাঠানো হয়। সেখানে তার মৃত হয়। মৃত্যুর পর উত্তেজিত স্বজনরা আমাদের ওপর হামলা করেন। এতে আমি রক্ষা পেলেও কাচের বেষ্টনী ভেঙে চুরমার করে দেয়া হয়েছে।’

তবে মৃত আলভীর স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে আহত অবস্থায় নিয়ে আসা হলেও আলভীকে দীর্ঘসময় কোনো চিকিৎসা দেয়া হয়নি। তাকে ফেলে রাখা হয়। চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

jagonews24

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ বলেন, ‘যে কোনো মৃত্যুর ঘটনা দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমি নিজেও এসেছি। আমরা ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।