গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
নিহত শিশুর স্বজনদের আহাজারি

চুয়াডাঙ্গায় বাড়ির পাশের একটি বড় গর্তে জমে থাকা পানিতে ডুবে তাজিম আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক পিয়ার আলীর ছেলে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, পিয়ার আলীর প্রতিবেশী খলিলুর রহমানের বাড়ির পাশে পানি নিষ্কাশনের জন্য একটি ৫ ফুট গর্ত আছে। সন্ধ্যা ৭টার দিকে শিশু তাজিমকে ওই গর্তে ভাসতে দেখে তার স্বজনদের জানান মিরাজ নামে এক ব্যক্তি। স্বজনরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা সেলিনা খাতুন জানান, তার দুই সন্তানের মধ্যে ছোট তাজিম বিকেলে বাড়ির পাশেই খেলছিল। তারপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় গর্তের পানিতে তাজিমকে ভাসতে দেখে আমাদের খবর দেন মিরাজ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, ঘটনার পর শিশুটির পরিবার থানায় কোনো অভিযোগ বা মামলা করেনি। তারা থানায় এলে ব্যবস্থা নেয়া হবে।

সালাউদ্দীন কাজল/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।