কেন্দ্রে যেতে ভোটারদের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রগুলোর চারপাশে অবস্থান নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোটাররা।

জানা যায়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে ভোটারদের বাধা দেয়ার অভিযোগ আসতে থাকে। কয়েকটি কেন্দ্র ঘুরে এসব অভিযোগ পাওয়া যায়।

হাজীপাড়া এলাকার রাকিবুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন সকাল ১০টার পর থেকে কাউকেই ভোটকেন্দ্রে যেতে দেয়া হচ্ছে না। তারা বলছেন ‘ভোট শেষ হয়ে গেছে’।

jagonews24

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল করিম বলেন, কেন্দ্রের বাইরে কী হচ্ছে, তা তার জানা নেই। তবে কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা ১টি হাতবোমা নিক্ষেপ করে। এতে ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটগ্রহণ শুরু হয়।

জেলার রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়ার কোনো অভিযোগ তিনি পাননি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশের মোবাইল টিম কাজ করছে।

তানভীর হাসান তানু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।