কক্সবাজারে ছয় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার তিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামে অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের তারেক (২১), মোহাম্মদ শাহরিয়া (২৪) ও নূরুল আমিন (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানের চোরাই মোটর সাইকেল ক্রয় করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে গোপনে বিক্রি করেন বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।