তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাতিলের দাবি
তালিকা থেকে প্রতারক ও অমুক্তিযোদ্ধাদের বাতিলের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ জানুয়ারি তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পূর্ণ করা হয়। আমাদের দাবি যারা যুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন তাদের যেন তালিকা থেকে বাদ দেয়া হয়।
তাহিরপুর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এমকে ওয়াহিদ খসরুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- তাহিরপুর উপজেলার সাবেক কমান্ডার মো. রউজ আলীর, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা সজাফর আলী, বীর মুক্তিযোদ্ধা ধন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান আলীনুর, এমদাদনুর, এনামুল হক, সামায়ুন কবির, সুয়েব আহমদ, আশ্রাফুল, কামাল হোসেন, মুজিবুর রহমান, নুরুন নাহার বেগম প্রমুখ।
লিপসন আহমেদ/এসজে/এএসএম