কালাইয়ে প্রথম নারী মেয়র রাবেয়া, আক্কেলপুরে শহীদুল
জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাবেয়া সুলতানা। অন্যদিকে আক্কেলপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শহীদুল আলম চৌধুরী জয়ী হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কালাই পৌরসভায় নৌকার প্রার্থী রাবেয়া সুলতানা ৯ হাজার ১৭৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল পেয়েছেন ৮০০ ভোট।
অন্যদিকে আক্কেলপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে শহীদুল আলম ৮ হাজার ২৬৮ ভোট নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮৬ ভোট।
রাশেদুজ্জামান/এসজে/জিকেএস