নওগাঁয় মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

নওগাঁয় মাদক মামলায় রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই আসামির ১০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার করিম হাজির টোলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। উভয়পক্ষের শুনানি শেষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই রায় দেন।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আইনজীবী ছিলেন- মীর ইফতিখার রহমান। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট প্রকাশ চন্দ্র মণ্ডল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ মার্চ চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাইগাছীগামী একটি যাত্রীবাহী বাস নওগাঁর পোরশা উপজেলার গ্যালুয়া পাড়া নামক স্থানে নওগাঁর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি মাদক বিরোধী টিম তল্লাশি করে। এ সময় বাসের যাত্রী রফিকুল ইসলামের কাছ থেকে ৭০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নওগাঁর পরিদর্শক সবুজ চন্দ্র দেব নাথ বাদী হয়ে পোরশা থানায় মামলা করেন। পরে মামলায় রফিকুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়।

আব্বাস আলী/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।