ট্রাক্টরচাপায় ভারতীয় নাগরিকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৪০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের চাপায় এক ভারতীয় নাগরিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পানিয়ারুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কসবার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. বোরহানের ছেলে পায়েল (২১), কুটি ইউনিয়নের রামপুর গ্রামের মো. রবিউলের ছেলে ইকবাল (২৩) ও ভারতের মিয়াপাড়া গ্রামের কাদের মিয়ার ছেলে আমজাদ। এ ঘটনায় হাসান নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পায়েল, ইকবাল, আমজাদ ও শিমরাইল গ্রামের শহীদ মিয়ার ছেলে হাসান এই চারজন একটি মোটরসাইকেলে করে কসবার পানিয়ারুপ থেকে কুটি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরোহীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, নিহতদের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নেয়া হয়েছে। পরিবারের লোকজন চাইলে মরদেহ ময়নাতদন্ত করা হবে। ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

এএইচ/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।