‘প্রধানমন্ত্রী টিকা এনেছেন আর বিএনপি-জামায়াত বিভ্রান্তি ছড়াচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে রক্ষার জন্য টিকা এনেছেন আর বিএনপি-জামায়াতরা তা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশ্বের দরবারেও প্রশংসা কুড়িয়েছে। তার অবদান দেশের মানুষ কখনো ভুলবে না।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম পরিদর্শন ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, বিভ্রান্তির কোনো কারণ নেই। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ মোজাহেদুল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বি কে বোস।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।