‘দেশের শৃঙ্খলায় মাদক ক্যানসারের চেয়ে ভয়ানক’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

 

দেশের শৃঙ্খলায় মাদক ক্যানসারের চেয়ে ভয়ানক বলে মন্তব্য করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি বলেছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে অনেক ধরনের মানুষ জড়িত। রয়েছে গড়ফাদার, পাচারকারী, বহনকারী, সরবরাহকারী থেকে শুরু করে খুচরা বিক্রেতা। সবশেষে রয়েছে সেবনকারী। আমাদের তালিকায় সবাই সমান অপরাধী। তাই মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) শহরের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত মাদক কক্সবাজার আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০২১ এর ‘মাদক নির্মূল ও পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতিতে মাদক নিয়ন্ত্রণে পুরো জেলায় কাজ করছে পুলিশ। শতভাগ নির্মূল না হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাদক প্রতিরোধে পুলিশ থামবে না। কারণ, শৃঙ্খলার জন্য মাদক ক্যানসারের চেয়েও ভয়ঙ্কর। ক্যানসার আক্রান্ত মানুষকেই ক্ষতি করে। কিন্তু একজন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই এ ব্যাধি থেকে দেশকে মুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সব মানুষকে দায়িত্ব পালন করতে হবে।

কমিশনের জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক অ্যাথিন রাখাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদার বলেন, আমরা বিশ্বজুড়ে ৪১টি দেশে মানবাধিকার রক্ষায় নিরলস কাজ করছি। ২০০০ সালে আমাদের কাজের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এরইমধ্যে দেশের একটি শীর্ষ মানবাধিকার সংগঠনের রূপ নিয়েছে এই সংগঠন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর হয়ে কাজ করব আমরা।

সভায় বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, রামু উপজেলা ভাইস-চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, জেলা পরিষদ সদস্য আসমাউল হুসনা, বাংলাদেশ মানবাধিকার ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, খাগড়াছড়ি জেলা সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দীন কবির, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মৌসুমী, ঢাকার বিশেষ প্রতিনিধি আসমা আকতার বেবি, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নীলিমা বেগম, মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস.এম নাসির উদ্দীন।

সভায় আরও বক্তব্য দেন- কক্সবাজার সিটি কলেজের প্রভাষক রোমেনা আকতার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সহ-সভাপতি সম্পাদক মুকিম খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, রামু উপজেলা সভাপতি সুরেশ বড়ুয়া বাঙ্গালী, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আনিছুল হক, কক্সবাজার পৌর শাখা সভাপতি ফাহাদ আলী ফাহাদ।

সায়ীদ আলমগীর/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।