গোবিন্দগঞ্জে শহীদ মিনার থেকে ককটেল ও ছুরিসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তিনটি তাজা ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া।

Gaibandha

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আফজাল হোসেন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ। এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসেছিলেন আটককৃত সাহারুল ও মিলন। তারা দুজন পকেট থেকে ককটেল বের করার সময় বিষয়টি নজরে পড়ে পুলিশের। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়।

Gaibandha

ওসি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজন শহীদ মিনারে উপস্থিত মানুষদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

জাহিদ খন্দকার/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।