গ্যাস নিতে গিয়ে বাসচাপায় সিএনজিচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

নোয়াখালীর সেনবাগে বাসচাপায় মো. মহি উদ্দিন (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।

jagonews24

ঘটনাস্থল থেকে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, গ্যাসের জন্য সিএনজি নিয়ে দাগনভূঞা থেকে সেনবাগের দিকে যাচ্ছিলেন মহি উদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘মা-বাবার দোয়া’ পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।