কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত

দলের হাই কমান্ডের নির্দেশে এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কেউ কোনো ধরনের রাজনৈতিক উস্কানিমূলক স্ট্যাটাস বা বক্তব্য দিতে পারবেন না। তবে পূর্বের সব কমিটি বহাল রাখা হয়েছে।’
মিজানুর রহমান/আরএইচ/এমকেএইচ